_______বিমূর্ত কায়া
চোখ থাকতে দেখলি নারে
বহুভূজে পথের ঘোর
কত ক্রোশেই যে মিলেছ সেথা?
বটের ছায়ায় খোলা হাওয়া।
অমৃত সুধা কোথায় যে হারায়?
ছুটে মিছে হরিণ চোষা বনে;
মৃদু হাওয়ায় ভেসে ভেসে এ কার ছায়া?
ঐ মহীরুহ বৃক্ষের গায়।
ঐ বৃক্ষ পথ মাঝারে দাঁড়িয়ে
কত শত বংশ পরম্পরা?
রৌদ্র তাপের দ্রোহে মেলে দেয় ডানা গুলো তার।
সবুজ পত্র ছোঁয়া হাওয়ায়
এ কার ছায়া ভেসে আসে?
মাধুর্য সুধায় স্বপ্ন সরোবরে পথের নেশায় পথে পথে।
চার দেয়াল, সর্বনাশের দ্রোহে কাঁদে
যত সামান্য খিরকির ছায়া দেয়ালে
এ কার ছায়া? উদাস মর্ম দহনে পুড়ে;
বৃষ্টির গায়ে জল দর্পণে হয়ে উঠে" বিমূর্ত কায়া"।
আজ ২৬ আষাঢ় ১৪৩০