"তৈরী আছে"
✍চারণকবি বৈদ্যনাথ
........................................
ভাঙছে যখন ভাঙুক কিন্তু
গড়তে হবে নতুন ভাবে,
ভাবছো বুঝি পিছিয়ে পড়া
মানুষরা ফের পিছিয়ে যাবে?
পিছিয়ে যাবে ক্ষেতের চাষী?
পিছিয়ে যাবে কলের শ্রমিক?
ভাবছো বুঝি নতুন করে
উঠবে জেগে ধনিক বনিক?
কখ্ খন না কখ্ খন না
হোক না স্বাধীন.... মুক্ত পাখা,
উলটোদিকে ঘুরবে না হে
যুগান্তরের রথের চাকা।
অতএব আজ ভয়টা কিসের?
লড়ছে যারা,লড়বে তারা
ভন্ডনেতার ছিঁড়তে মুখোশ
তৈরী আছে সর্বহারা।
স্বার্থসুখের ভোগের নেশায়
গজিয়ে ওঠে নতুন শ্রেণি
তাদের পতন ঘটলে তবেই
পাঞ্চালী ফের বাঁধবে বেণী।।