'শব্দ খুঁজতে'
চারণকবি বৈদ্যনাথ
............................................................
আসুন আমরা হাঁটি
জীবনটাকে শব্দ দিয়ে সাজাই পরিপারটি।
শব্দ আছে বুকের ভেতর চেতনভুমির মাঝে
শব্দ কিছু ছড়িয়ে আছে ক্ষেত খামারের কাজে
এবং কলে কারখানাতে অফিসে দপ্তরে
শব্দ আছে শব্দময়ীর ঘরে।
আসুন আমরা বেরিয়ে পড়ি শব্দ খুঁজতে কবি
শব্দ দিয়ে আঁকতে হবে ছবি
গাঁথতে হবে এমন কাব্যমালা
গলায় পরে উঠবে বেঁচে - অজন্তা - ইলোরা।
আসুন তবে শব্দ খুঁজতে বেরিয়ে পড়ি পথে
ওই পুরাতন শব্দগুলো ভাসিয়ে কালের স্রোতে
নতুন কিছু শব্দ গড়ি নতুন কিছু ভাবি
শব্দ দিয়েই খুলতে হবে ভাবের তালা চাবি।
শব্দ ভেঙে শব্দ গড়ি উর্দু সংস্কৃতে
বাংলা এবং আরবি ভাষা মিশেল করে দিতে -
শিখতে হবে, লিখতে হবে এমন নিপুণভাবে
সব ভাষাকে ছাড়িয়ে মহাসাগর হয়ে যাবে।
পায়ের নুপুর ঝুমুর ঝুমুর ছন্দ কথাকলি
পাখ-পাখালির কন্ঠে আছে শব্দ পদাবলী-
বুঝতে হবে, খুঁজতে হবে সুরের কিছু ভাষা
কলকলিয়ে ছলছলিয়ে ছুটছে কীর্তিনাশা
মেঘনা, অজয়, কংসাবতী এবং আরো নদী
কী কথা কয়? কেমন কথা? বুঝতে পারি যদি-
তবেই কিছু শব্দ খুঁজে পাবো।
শব্দ খুঁজতে স্বর্গনরক পাতালপুরি যাবো।
শব্দ আছে ডোমনি এবং বাগদি বউয়ের মুখে
শব্দ কিছু ঘুমিয়ে আছে শব্দরানির বুকে
সেখান থেকে আনতে হবে খুঁজে
যেমন করে বউ মেয়ে তার খোঁপায় কুসুম গুঁজে
আনন্দতে উছলে ওঠে ছলকে পড়ে হাসি
তেমনিভাবে শব্দকে ভাই আমরা ভালোবাসি
শব্দ ভাঙুন শব্দ গডুন কথার ফাঁকে ফাঁকে
শব্দ দিয়েই সাজিয়ে তুলুন প্রাণের প্রতিমাকে
আসুন কবি আসুন, শব্দ খুঁজতে বেরিয়ে পড়ি
শব্দ ভালোবাসুন।।