"সাগর ছোঁয়ার গল্প"
✍ চারণকবি বৈদ্যনাথ
.................................................
সমুদ্রে তো অনেক ডুবলে,কী পেলে
যদি বলি কিছু শাঁখ কিছু কড়ি
এবং কোঁচড় ভর্তি ঝিনুক
তবু আমি হাসবো
কেন
মুক্তো কই
সমুদ্রে কি মুক্তো থাকে
থাকে থাকে,অন্তত লোকে বলে
আমি কিন্তু বলি না
তাহলে জানবো সমুদ্রে ডুব দেওয়া তো
দূরের কথা;---
তার গা ঘেঁসতেই পারিনি
হয়তো তাই-ই
হয়তো কেন,বলো তাই
আচ্ছা তাই। কেমন, হলো তো
না। তবুও হলো না
কেন
এত সহজে হার মেনে নেবে
এ আমি কিছুতেই মানতে পারছি না
তোমার মানা না মানা তাতে কি যায় আসে
বড্ড বেশী রেগে যাচ্ছো
ওটা স্বভাব
ও স্বভাব বদলানো উচিত
কোনটা উচিত কোনটা অনুচিত
তাকি তোমার কাছে শিখতে হবে
একশো বার:
তুমি কি পন্ডিত মশাই:
এই সব কথা বলতে বলতে
হঠাৎ হেসে উঠলো দুজনে
দুজনে যখন দুজনের গায়ের ওপর লুটোপুটি
ঠিক তখনই
তখনই সেই সমুদ্রের উচ্ছাস তরঙ্গটার
স্পর্শ পেলো উভয়ে
তখনই পেলো ঝিনুক ভর্তি মুক্তো
একজন রাখলো আঁচলে গেরো বেঁধে
অন্যজন বুক পকেটে
তারপর তারা ঘরের দিকে
পা বাড়ালো।।