"নূপুর বোষ্টমি"
©চারণকবি বৈদ্যনাথ
............................................................
দু-হাত তুলে দিচ্ছি তোকে রাধা নামের বাঁশি
নীল যমুনার জল
কদমতলার জমি
তুই আমাকে না দিস কিছু নাইবা দিলি
নূপুর বোষ্টমি !
দেওয়ার মতো কী আছে তোর
দুষ্টুমি চোখ, চোখের ভুরু, পদ্মফুলের বুক
চাঁদবদনী মুখ
অঙ্গজুড়ে পেঁচিয়ে রাখা হলুদ পেড়ে শাড়ি
শাড়ির নিচে সায়া এবং সায়ার নিচে মায়া
ওই টুকু তোর ছোট্ট জমিদারি ।
জীবনটা কি এতই শাদামাঠা
বুক ছাড়া কি বুকের ফ্রেমে আর কিছু নেই আঁটা ?
তাই যদি হয়, চাই না ওসব
লোভ করি না মোটে
কৃষ্ণপ্রেমের গোলাপ যেথায়
আগুন হয়ে ফোটে
সেই -সে মনের বৃন্দাবনে করবো মাধুকরী
বাইবো আমি সুজন ঘাটের তরি ।
দু-হাত তুলে দিচ্ছি তোকে রাধা নামের বাঁশি
নীল যমুনার জল
কদমতলার জমি
তুই আমাকে না দিস কিছু নাই বা দিলি
নূপুর বোষ্টমি ॥