"কইতে বারন"
চারণকবি বৈদ্যনাথ
*******************
চারণ চারণ কেমন চারণ?
সত্যি কথা বলতে বারন
চারণ ছিলেন মুকুন্দ দাস
তখন ছিল বৃটিশ শাসন

এখন স্বরাজ ধাপ্পা মারা
ছাপ্পা মারা রাজার আসন।
দেশের নেতা আত্মসুখী
যারা দেশের ব্রাত্য,দুখী---

শূণ্য তাদের ভাতের থালা।
রাজা উজীর হচ্ছে যারা
পরছে গলায় জয়ের মালা।
গাড়ী বানায়,বাড়ি বানায়

লকার-ফকার সোনা দানায়
উঠছে তারা ফেঁপে ফুলে
প্রতিশ্রুতি শিখেয় তুলে।
স্বরাজ তাদের,স্বাধীন তারা
বাকি সবাই সর্বহারা।

চারণ চারণ কিসের চারণ?
এসব কথা কইতে বারন।।