"কোনও এক বোহেমিয়ান পাখিকে"
©চারণকবি বৈদ্যনাথ
.......................................................
আকাশের নীলরঙে এ-জীবন রাঙাবোই
এই ঘরে হাসি মুখ জ্যোৎস্না----
আনতে দেয়াল-বাধা-বিঘ্নকে ভাঙবোই
হে পাখি,- দাঁড়ের পাখি হোসনা।

আমরা হারিয়ে গেছি অন্ধকারের বুকে
                দু’কলি গানের ভাষা – কৃষ্টি
হারিয়েছি সব কিছু—অন্ধকারের পিছু
                    আমরা ও আমাদের সৃষ্টি।

ঘুর্ ঘুর্ ঘুর্ ঘুর্
                    নাগর দোলায় ঘুরৃ
                      অন্ধকারের বুকে ঘুরছি
শৃঙ্গারে অঙ্গারে, এ-জীবন গঙ্গারে
                 পুড়িয়ে আমরা নিজে পুড়ছি।
পিতা-পিতামহ আর আমরা
এ-হৃদয় এই দেহ চামড়া
সব কিছু দাউ দাউ পুড়ছে
অন্ধকারের সেই রাক্ষুসী ডাইনিটা
              কালো কালো ডানা মেলে উড়ছে।
উড়ছেই আমাদের অন্তরে প্রান্তরে
              আমার তোমার মন অন্ধ
আমার তোমার মনে
              ফিস ফিস আলাপনে
              আকাশের নেই কোনও ছন্দ।

আমরা যদিও নির্লজ্জ
হে পাখি, - হয় না তবু সহ্য।
মুক্ত ডানায় উড়ে, মুক্ত সমুদ্দুরে
হে পাখি – আলোর মুখে বোসনা
       এই ঘরে হাসি মুখ জ্যোৎস্না ॥