"জীবন"
✍চারণকবি বৈদ্যনাথ
...............................................
রান্না ঘরে খেলা করছে চড়ুই পাখি দুটো
সংসারটা ফুটো
বাকি চারটে শোয়ার ঘরে, সব মিলিয়ে ছ'টা
বুড়ো শিবের জটা
কখন গেছে খুলে
গঙ্গা এখন অনেকটা পথ ভুলে
উপর থেকে নিচের দিকে ক্রমেই গেছে নেমে
ভগীরথের শঙ্খ গেছে থেমে
খাওয়ার ঘরে শোয়ার ঘরে, ঘরকন্না জুড়ে
দেহ এবং দেহের নাকি সবকিছুটাই পুড়ে
বাকি রইল কী?
জীবন নিয়ে মিথ্যে ইয়ার্কি।
বসন্ত তুই কেমন আছিস, কৃষ্ণচূড়ার আগুন
তাের ঘরে কি চোর ঢুকেছে ? ছদ্মবেশী ফাগুন!
খাটের ওপর নকশিকাঁথা, চড়ুই পাখির খেলা
সকাল সন্ধেবেলা
সারা জীবন ফাঁকা
ভালোবাসার কানাকড়ি হিসেব করা টাকা
ডানে আনতে বাঁয়ে কুলায় কি ?
মন্ত্রীরা সব বাজেট কষে ছড়িয়ে দিলো
পান্তা ভাতে ঘি।
দিব্যি আছি শোয়ার ঘরে ঠ্যাং দুটোকে মুড়ে
আমরা নাকি বড্ড বেশি কুঁড়ে
বাদশা হব নাকি।
সমস্ত এই শরীর জুড়ে ছ'টা চড়ুই পাখি
দিব্যি করে ঘরকান্না, আমরা করি কী?
জীবন নিয়ে মিথ্যে ইয়ার্কি ॥