"ঝুমুর"
✍চারণকবি বৈদ্যনাথ
...................................
আকাশে তুই হাত বাড়ালি
সাগরে তোর পা
ওরে আমার মনের মানুষ
ঘরের বাসিন্দা
প্রেমের পাখি প্রেমিক ওরে
অঙ্গ পুড়ে প্রেমের জ্বরে
দেহের নদী ঢেউ তুলছে
ভাসিয়ে দিলে লা
একটি বারের মতন না হয় হৃদয় ছুঁয়ে যা
ওরে আমার মনের মানুষ
ঘরের বাসিন্দা
গলায় দিলি পুঁতির মালা
খোঁপায় যূথি ফুল
কেনই বা তুই কানের ডগায়
পরিয়ে দিলি দুল
আয়না দিলি কাঁগুই দিলি
ময়নাটাকে ছিনিয়ে নিলি
গয়নাগুলো সয়না দেহে
না হয় নিয়ে যা
ওরে আমার মনের মানুষ
ঘরের বাসিন্দা
হাটের মেলার হেলায় ফেলায়
জীবন ফুরায় না
সাপের মুখে অঙ্গ দিয়ে
অঙ্গ জুড়োয় না
কান্না দিয়ে কাজল রচি
একলা মরি একলা বাঁচি
পোঁড়ারূপের নেইকো জোড়া
দু-চোখ তুলে চা
ওরে আমার মনের মানুষ
ঘরের বাসিন্দা
হাওয়ার ঘুড়ি উড়ি উড়ি
করিস কেন তুই
উঠোনে তোর ফুল ফুটেছে
কনক চাঁপা জুঁই
অঙ্গে আমার সোহাগ ভরা ভাদর
একটু সোহাগ একটু আদর
পারিস যদি করিস....তবু
মাটির গান গা
ওরে আমার মনের মানুষ
ঘরের বাসিন্দা।।