"হে রাজকন্যে"
✍চারণকবি বৈদ্যনাথ
......................................
হে রাজকন্যে, তোমার জন্যে
শিলালিপি ভেঙে কাব্য হয়
শিলিভুত প্রাণ কাব্যময় ।
গদ্যের যুগ পেরিয়ে অমুক
কবির কাব্যে
তোমার স্থান
তোমার জন্যে বনে অরণ্যে ক্ষেপা পরান
দোল লাগায়
ফুল জাগায়
চুল খোলা ওই এয়োতির রাঙা
টুকটুকে লাল
শাড়িটিতে
এবং ওদের বাড়িটিতে
হে রাজকন্যে, তুমি অমর।
তোমার জন্যে বনে অরণ্যে হয় সমর -
শিলাযুগ থেকে স্বর্ণযুগ :
কালো তিল আঁকা লাল চিবুক
বড়ো ভালো আহা সুন্দরম্
মিঠে শরম।
আধো ভিজে আধো শুকনে ভ্রমর কুন্তলে
কবি ও কাব্য এ-দুটোই দেখি পড়ে ঢ'লে
হে রাজকন্যে তোমার জন্যে
প্রাণ দিতে
জান দিতে
প্রস্তুত আছে পৃথিবীর ওই প্রেমিকগণ
আরেক জন -
আমিই সেই —
তোমায় পাবার জন্যে এখন
এ-অধম আর পিছিয়ে নেই
হে রাজকন্যে, তোমায় ভিন্ন
চিনিনে কারেও ভালে করে
তোমারে যেমন চিনেছি বাহিরে অন্দরে ।
সেজেছি ফকির, গঙ্গার তীর পদ্মা এবং মেঘনাতে
উড়েছি হাওয়ায় হালকা তুলোর পাখনাতে
মেঘে মেঘে
কত রাত, কত রাত জেগে
হে রাজকন্যে, তোমার জন্যে।
পাগল হয়েছে প্রেমিকগণ
আরেক জন
আমিই সেই
তোমায় পাবার জন্যে এখন এ-অধম আর পিছিয়ে নেই ॥