"হাত বাড়ালেই"
©চারণকবি বৈদ্যনাথ
.......................................
হাত বাড়ালেই হাতের কাছে
ঝিনুক আছে,মুক্তো আছে
এবং পাবে সমুদ্রটা
হৃদয়ভূমির বন্দরে এক জাহাজঘাটা
স্টিমার ছুটে,নৌকা ছুটে
কিংবা তারা নোঙর ফেলে
হাত বাড়ালেই হাতের কাছে এগিয়ে গেলে
স্পষ্ট হবে, স্বচ্ছ হবে, দূর হবে ওই পথের বাধা
অন্ধকারের আঁকিবুঁকি
বন্ধু তোমায় হতেই হবে মুখোমুখি
পথের কাছে
কেননা ওই পথের মাঝেই পথটা আছে
জীবন আছে।
ভয়ের ছায়া দেখাচ্ছে ভয়,দেখাক না হে
এখন তুমি এগিয়ে চলো পায়ে পায়ে
জোর কদমে - অনেক দূরে
যৌবনেরই অথৈ জোয়ার সমুদ্দুরে
দিতেই হবে তোমায় পাড়ি

হাত বাড়ালেই হাতের কাছে
বাগানবাড়ি।।