"একই মানুষ ছড়িয়ে আছি"
©চারণকবি বৈদ্যনাথ
.....................................
টুকরো হয়ে ছড়িয়ে গেছি
হাজার হাজার লক্ষ কোটি
টুকরো টুকরো মুখের ছবি
ছড়িয়ে আছি আমরা সবাই
একই মানুষ ভিন্ন কাজে
নানান সুরে ছন্দ তানে
মধুর মধুর বংশী বাজে।
কাব্য হয়ে রসিকজনের বুকের কাছে
যেখানে এক রূপকুমারী ঘুমিয়ে আছে
শ্লোগান হয়ে জনস্রোতে।
ছড়িয়ে আছি চলার পথে
যেপথ গেছে ইতিহাসের দুয়ার খু'লে
মানবতার মন্দিরেতে
যেপথ গেছে, ব্রাত্যজনের
দুখের সাথি সঙ্গী হতে।
টুকরো এবং টুকরো এবং টুকরো হয়ে
অথচ এক অভিন্নতা, অদ্বিতীয়
প্রাণের প্রিয় ---
এই পৃথিবীর সবুজ মাটি
ঘরকন্না, বসতবাটি
শহর নগর ছোট গাঁয়ের বাউলমেলা
পাঁপড় ভাজা ...... নাগর দোলা
বেলুন বাঁশি
চন্দ্রামণির দুষ্ট হাসি।
কাজল-আঁকা ড্যাবকা চোখে
ঘুনসি পরা ন্যাংটা খোকা
বুকের মাণিক, চোখের নিধি
যেখানে রয় এমনি হাজার হাজার প্রিয়
মুখের আদল,
বোষ্টমি বউ, টগর দিদি।
টুকরো হয়ে আমরা সবাই এমনি ভাবেই
ছড়িয়ে আছি
দিল্লী থেকে সাঁতরাগাছি
বোম্বে কটক.......কলকাতা বা বিষ্টুপুরে
এবং.....এবং......এবং সারা ভুবন জুড়ে।।