"চারণগাথা - ১৪০০"
©চারণকবি বৈদ্যনাথ
....................................
চটজলদি এগিয়ে যাওয়ার
নিচ্ছি ব্রত
দাসখত তো দিইনি লিখে
কারো পায়ে
পথের কাঁটা ছড়িয়ে আছে
মাড়িয়ে যাবো, ছাড়িয়ে যাবো
১৪০০ তে রুখবে কে আর।
বাংলামায়ে
মায়ের ছেলে মিলবে আবার
ভাইয়ে ভাইয়ে।
দুহাত ঠেলে অন্ধকারকে
আজ বাঙলির নতুন গতি
তেরোশ’তে বাংলামায়ের
যে ক্ষয় ক্ষতি
দুর্ভিক্ষ যুদ্ধ মড়ক
হত্যা এবং
বোমা বারুদ চাকু হাতে
রাজনীতিতে রণং দেহি
সবের মাথায় পা তুলে আজ
জাগৃতি যে
বাংলা মায়ের কান্নাতে বুক
যাচ্ছে ভিজে।
ঘর ভেঙেছিস পর করেছিস
তেরোশ’তে
সে’ঘর আবার গড়বো বুকের
পাজর দিয়ে
প্রেম ছাড়া কি ধর্ম আছে ?
ধর্ম সে কি ?
রাজনীতি আজ ভাঁওতা মেকি ।
এগিয়ে যাচ্ছি যূথ- মিছিলে
পায়ে পায়ে
কাজিয়া ছেড়ে সাজিয়ে দেরে
মনের মতন বাংলামায়ে
আমরা আবার বুক বেঁধেছি
বুকে বুকে
বাংলামায়ের দুঃখে সুখে
আমরা আছি, সঙ্গে আছে
রবীন্দ্রনাথ নজরুলের
ভাঙবো এবার বাঘের ঘরে
ঘোগের ডেরা

নতুন যুগের ডাক এসেছে
ভ্ৰষ্টরা সব পিছিয়ে যাবে
ভাইহারা বোন ভাইকে পাবে,
মা পাবে তার নয়ননিধি
কোলের ছেলে
কোলকাতা টু ঢাকার মেলে
উঠবো বলে টিকিট কেটে
দাঁড়িয়ে আছি
সঙ্গে আছে কবি লেখক শিল্পী অনেক
আউল বাউল ঝুমুর ছো-নাচ সংস্কৃতি
সারি জারির ভাটিয়ালির
সঙ্গে হবে মেলবন্ধন
তুষু ভাদু কাব্যগীতি
আল মাহমুদ শামসুরেরা
ডাকছে দেখো
বাঙলি এক ধোপদুরস্ত
সভ্যজাতি
একই মানুষ, একই জাতি -
হলেও তবু পৃথক কিছু সত্তা আছে
বাঙালিরাই সোহাগ দিয়ে
ফুল ফোটাবে শুকনো গাছে
সেই বাঙালি যায়নি মরে
আছে আছে জ্যান্ত আছে
একান্ত তার নিজের ঘরে !

বন্যা, খরা অসুখ বিসুখ
দুর্ঘটনা
অতিলোভী ভোগবাদীদের
লালসাতে বিড়ম্বনা
শাসন শোষণ অত্যাচারে
বাঙালি জাত যায়নি মরে
১৪০০-তে শাঁখ বাজছে ঘরে ঘরে ।
সজীব প্রাণের হদিস পেয়ে
উড়িয়ে দিলাম প্রেমের ঘুড়ি
আর কি চলে পিছিয়ে পড়া
আর কি চলে চাদর মুড়ি !

গালকাটা সব মস্তানেরা
দূর হয়ে যা বাংলা থেকে
বোম্বে ছবির টিসিম-ঢুসুম
যা ভেগে যা দূর হয়ে যা
বাংলা থেকে

বাদশা ভালুক ঝুন্ন, এবং
রশিদ মিঞা
যা ভেগে যা দূর হয়ে যা
বাংলা থেকে

এদের যারা পৃষ্ঠপােষক
বাঙালিদের শক্র তারা
ভন্ড এবং ভ্রষ্ট তারা
মড়াখেকো ভূশন্ডি কাক
যা উড়ে যা বাংলা থেকে,
চোদ্দ পুরুষ নরকে থাক

ঘাড় গুঁজে দে সে সব নেতার
বিষ্ঠাতে মুখ থেবড়ে দে রে
ছদ্মবেশী ভদ্র যত দুশমনেরে ।
বাংলা আবার প্রাণ পেয়েছে, গান পেয়েছে
সত্যজিতের সম্মানেতে
জগৎ জুড়ে মান পেয়েছে ।
বিজ্ঞান আর প্রযুক্তিতে
বাঙালি কি থাকবে পিছে ?
ক্রিকেট এবং ফুটবলে কি
থাকবে নিচে ?
কদাচ নয়, কক্ষনো না।
বাঙালি ফের তুলছে মাথা
উঠছে জেগে
আসছে ধেয়ে নতুন বেগে
শিল্প এবং সংস্কৃতি
চারু,কারু তত্ত্ব, মনন
চলন বলন রীতি নীতি
সবেই সে এক শ্রেষ্ঠ জাতি
ছিল আছে
বাঙালি ফের ফুল ফোটাবে
পাতা ঝরা শুকনো মরা
ন্যাড়া গাছে
মজা নদী ছল ছলাবে।
ভাসিয়ে দিয়ে সপ্ত ডিঙা
বাণিজ্যে সে যাবেই যাবে।
দেশ থেকে দেশ দেশান্তরে
ধুলো মুঠি আনবে ঘরে
পূর্ব এবং পশ্চিমে ফের
মিলবে তারা পরস্পরে ।।