"আবেদন"
✍চারণকবি বৈদ্যনাথ
.....................................
না না মসজিদ নয়
বাবরের হিন্দু বিজয়
ঘৃন্য স্মৃতি
ওখানে থাকতো না তাই আল্লা রসুল
দু-ভাইয়ের গাইতো না কেউ
মিলনগীতি।
ওটা এক তিনটে চূড়ার সৌধ ছিলো,
ছিল না খুদরা পড়ার জায়গা এবং
ইমামের আজান দেওয়ার স্থান ছিল না
এ মাটি লুঠ করে খায়
তৈমুর লং
এ মাটি প্রেমের মাটি
দু-ভাইয়ের মিথ্যে কেন
ঝগড়াঝাটি।
এ দেশের হিন্দুরা দেয়
সিন্নি মানত
পয়গম্বর পীরের থানে
ছুটে যাই হিন্দু হয়েও ঘুটিয়া শরিফ
কেন তা?
আল্লা জানে... আল্লা জানে।
করে না মিথ্যে বিবাদ
হিন্দু যারা
পৃথিবীর হয় না ক্ষতি
তাদের দ্বারা।
এ কথার হাজার প্রমান
ছড়িয়ে আছে
দু-বাহু বাড়িয়ে আছি
হৃদয় খুলে
এসো আজ মুক্ত হয়ে
বুকের কাছে।
দ্বিজাতি তত্ত্বটা ভুল,বুঝলে সখা,বুঝলে সাথী
ভূগোলের গন্ডি ভাঙো.......গন্ডি ভাঙো
আসলে আমরা সবাই
মানুষ জাতি।
মানুষ জাতি।।