কতোবার তোমাকে বলতে চেয়েছি
কতোদিন তোমার অপেক্ষায় থেকেছি তুমি যদি জানতে
কতোরাত তোমায় ভেবে ঘুমহীন ছিলো আমার চোখ
কতো ব্যাকুলতা ছিলো তোমার চোখের নদীতে বয়ে চলার
কতটা আগ্রহ নিয়ে আমি ছুটেছি তোমার ইশারায় তুমি যদি বুঝতে
আমার কাছাকাছি থেকেও হাজার মাইলের দূরত্ব হতো না।
তোমাকে আমিময় করতে যে কষ্ট
আমাকে তুমিময় করতে তারচেয়ে সহজ হতো।
আমি তোমার উপেক্ষা অবহেলা অভিযোগের বিরুদ্ধে
তারপরও তুমিই সঞ্চালন করো আমাকে কে রুখবে।
কিছু বলো
তোমার কি পুই লতার মতো জড়িয়ে থাকতে ইচ্ছে করে
তোমার কি এখনো বসন্ত এলে মন খারাপ হয়
অতিথি পাখি আসেনি বলে কুয়াশাকে দোষারোপ করো।
তুমি কিছু বলতে চাইলে!
মিথ্যে অভিনয় দূরে সরিয়ে তোমার মনকে জিজ্ঞেস করো
আমি তোমার কতো পরিচিত কাছের কেউ।