শীত কঠিন কুয়াশায় মিলিয়ে তুমি
স্মৃতিরা পাহারায় আমার
মনে উঠে আসে শেষ চুম্বন
দিশেহারা ছিলে তুমি আলগা বেনী চুল।
সবগুলো দল ছুট সেই সাদা বক
হারিয়ে গেছে অতিথির ভিড়ে
তুমি আমার হিজল ফুলের ঘ্রান
প্রানের উৎসব শুরুর বাহারি সামগ্রী। ক
আমার জীবনে তুমি হিমশীতল ভালোথাকা।
তীব্র তুষারে ছাওয়া মেপল পাতার ঝিরিঝিরি
মাঝরাতে উষ্ণতা।
কখনো বলোনি তোমার মনের ইচ্ছেরা একা,কথারা বন্দী
সাক্ষ্য দেয় তোমার কারারক্ষী চোখ
আমাকে নিয়ে নতুন অপরাধ করো গোপনে
অভিসার শেষে আমি বৈধতা নিশ্চিত করি।