তুমি চাইলে তো আমাকে একটু মিস করতে পারো।
করো না কেন?

তোমার ইচ্ছে হলেই তো কখনো কখনো আমাকে দেখতে চাইতে পারো।
দেখো না কেন?

তুমি  চাইলে তো আমার সাথে একটু কথা বলতে পারো।
বলো না কেন?

তোমার ইচ্ছে হলেই তো কখনো কখনো আমাকে ভেবে হঠাৎ করে গান গাইতে পারো।
কেন গাও না?

তুমি চাইলে তো আমাকে নিয়ে দু এক লাইন লিখতে পারো।
কেন লিখো না?

তোমার ইচ্ছে হলেই তো আমাকে খুব বকতে পারো।
বকো না কেন?

তুমি চাইলে তো আমাকে ক্ষমা করে দিতে পারো।
কেন করো না?

তোমার ইচ্ছে হলেই তো পুরোনো সময়ে ফিরে হাসতে পারো।
হাসো না কেন?

তুমি চাইলে তো কিছু কষ্ট আমার বুকে জমা রাখতে পারো।
রাখো না কেন?

তোমার ইচ্ছে হলেই তো আমার কাছে বসে কাদতে পারো।
কেন কাদো না?

আমি বুঝি তোমার ইগো প্রবলেম
ইগো তো আমাকেও বাধা দিতে পারে
কেন দেয় না?আমি তো তোমাকে না দেখে থাকতে পারি না।