নদী আর নারীর সঙ্গে অনেক মিল
তাদের চলাচলের ধরন গতিপথ এক
শস্য ক্ষেত লোকালয় বিলিন হয়
ভাঙে।
একটি ঠোঁটে কতগুলো চুমু লুকিয়ে থাকতে পারে
একটি ফুল কতো জন নতুন প্রেমিক পায়
একটা কারাগার কতগুলো ইচ্ছে বন্ধী করতে পারে
কতটুকু কষ্ট নিয়ে হাসপাতালে শুয়ে থাকতে হয়
বিষাদ কতটা তিক্ত হলে খর রৌদ্রে বুকের ভিতর নিকোটিনের প্রলেপ দিতে হয়
তোমার চোখের সমুদ্রে ক'জন নাবিক দিক হারিয়েছে
কয়টা সাবমেরিন আর ডুবুরির দল?
একটা কবিতা লিখে কতটা হট্রগোল করা যায়।