তুমি কি টেলিপ্যাথি বোঝো
এক দিন সপ্তাহ মাস বছর না দেখেও
আমার মাথায় মধ্যে ঘুরপাক খাও
সব কথা কি মুখে বলতে হয়
চোখের কোনেই তো সমুদ্র থাকে
নীল জলরাশি কিনারায় আছড়ে পরে
বিদ্যুৎ গতিতে টেনে নামায় তোমার অতলে
তুমি কি কিছু বোঝনো
উপকূলীয় ঝড়
ঝাউগাছ প্রচন্ড ধুলোয়
আমাকে নিষেধ করছে তোমার স্পর্শ
সবকিছু কি মনে রাখতে হয়
দেখনি পাখিরা সঙ্গী হারালে
কিছুদিন গান গায় না
তুমি প্রতিদিন ফুটে থাক ফুল হয়ে
শরতে গ্রীষ্মে শীতে ঝুম বৃষ্টিতে
বসন্তে আমার না।