প্রচন্ড ঝড়
তোমার কবলে আমি

ভয়ানক দাবানল
আমাকে পোড়ালে তুমি

মায়াবী তুষারপাত
তোমার লুকোচুরি

উত্তাল ঢেউ
তোমার খোলা চুল

কৃষ্ণচুড়ার রং
তোমার কানের দুল

উড়ন্ত ফড়িং
তুমি অনুপ্রবেশকারী

মেঘেদের গান
তোমার মন খারাপ

জ্যোৎস্না রাত
আমার দখলে তুমি

একটি গোপন চুমু
তোমার লজ্জা

জ্যামিতিক নকশায়
তোমার পরিমাপ

উত্তপ্ত নিশ্বাস
তোমার অনুমোদন

হঠাৎ অগ্নুৎপাত
তুমি জলন্ত আগ্নেয়গিরি।