ঐ যে পাহাড়টা দাড়িয়ে আছে
বুক ভারি করে গোপন প্রেমিকার প্রতীক্ষায় কতকাল
আমার চাওয়া তোমার জন্য কম কিসে বলো
তোমার কথা মনে পরলে
এক একটা দিন মিনিট ঘন্টা পেরোতে বছর লেগে যায়।
এই যে তোমার অবাধ বিচরন সমৃদ্ধ করছে আমার মস্তিষ্ক
দিয়েছে পরাধীনতার স্বাদ কল্পনার বনভূমিটা পাহাড়ায়
রেখেছো নিস্বংগ উন্মাদ।
এখানে অন্য কারো প্রবেশাধিকার নেই সংরক্ষিত
তুমি চাইলে যা ইচ্ছা করতে পারো।
আমি পারিনা ইচ্ছে মতো তোমার কাছে আসতে
যেমনটা ঝর্ণা বয়ে চলে নির্দিষ্ট ধারায়
যেমন বৃষ্টি নামে আকাশের মন খারাপের দিনে
পাখিরা উৎসবে মাতে সন্ধ্যায় সকালে ধানের মাঠে বাতাস দোলা দেয়
রোজ নিয়মের জোয়ার ভাটায় অচেনা কচুরিপানায় আমি।