যদি ইচ্ছে হয়
আমার নামে অভিযোগ দাও
আমার এটা ভাল্লাগে

যদি বলো
আমাকে ভুলে যাও
এটা অসম্ভব পারবো না

যদি মনে করো
বিরক্ত করছি
এটা আমার অধিকার

যদি ইচ্ছে হয়
আমাকে জড়িয়ে ধরতে
স্ট্রেইটকাট বলো চুমু খাবে।