আমি না তাকালে কে দেখবে
ভাদ্র মাসের ভরা নদীর উপচে পরা জলকেলি
আমি না দেখলে কে দেখবে
কাশফুলের গায়ে বাতাসের দোল খাওয়া।
বকুলতলায় ভ্রমরের আনাগোনা
কে দেখবে যদি আমি না দেখি;
যদি আমি নাও দেখি
সব গুলো ফুল ঝড়ে পরবে আর শুকোবে।
আমি যদি না দেখি শীত আসবে দেরিতে
কুয়াশায় ঢেকে থাকবে জনপদ,ক্ষতিগ্রস্থ হবে ফসলের মাঠ
নবান্ন হবেনা এবছর,মেলা বসবেনা কাটাখালীর বটতলায়
হিজল গাছটা আরও বেশি নিস্বংগ হবে।
ধান ক্ষেত নদী ফুল মৌচাক ফ্লাইওভার
মেট্রোরেল শিশুপার্ক বোটানিক্যাল গার্ডেন
জেলে নৌকায় লঞ্চে স্টিমারে
স্টেডিয়ামে পরাজিত বাংলাদেশ
অচেনা হাওয়া বইছে বিস্তীর্ণ সময় জুড়ে।