কখনো কি চেয়েছিলে জানতে
কেমন আছি আমি; চালচুলো হীন এই আমি
কতো যে চিঠি লিখেছি
দাও নি কোন উত্তর।
এমন দেউলিয়া ঘোষণা করে কি পেলে
কি সুখে আছো এখন
যদি অপেক্ষায় থাকতে
ইচ্ছেরা লুকোনো ছিলো যেখানে।
অবাধ্য চুলে হাত রাখতে চেয়েছি কি কখনো
আমাকে নিয়ে এতো অনীহা কেন
আমি চাইলেও ভুলে থাকতে পারবো না জেনে রেখো।
বাউন্ডুলে জীবনটা এমনিই কেটে যাবে প্রতিক্ষায়
আমি যদি কোনদিন মনে উঠে আসি
জানি ঠোঁটের কোনে আটকে যাবে চুমু গুলো।
আমি মিশে থাকবো ওই চোখের গহবরে
তারা ভরা রাতটা যতোদিন একা থাকবে
সোডিয়ামের আলো নিভিয়ে বন্ধ ঘরের
জানালা খুলে রেখো।