বৃষ্টি  থেমে গেছে একটু আগে
একটা ভেজা কাক তারে বসে ভাবছে
তোমাদের কাছে যেটা শ্রাবণ ট্র্যাজেডি আমার কাছে।

এখন আমি চায়ের পেয়ালা হাতে
বাইরের কারফিউ নিয়ে ভাবছি
তোমাদের কাছে যেটা আন্দোলন ক্ষুধা আমার জন্য।

একটা ছবি আমার মাথায় ঘুরছে
সেই ছেলেটা বুক ফুলিয়ে হাটছে
তোমাদের কাছে অধিকার যেটা বেদখল আমার কাছে।

আমার রক্তে নিকোটিন জমে কিটমিটিয়ে খাচ্ছে
প্রহসন আর মিথ্যা গুলো খিলখিল করে হাসছে
তোমাদের জন্য নিয়ম যাকিছু বেমানান আমার কাছে।

শীত আসতে বাকি অনেক তবুও উষ্কখুষ্ক লাগছে
পাতা ঝরার আর্ত চিৎকারে অন্ধকার আসছে
হন্তারকের মেশিনগানের আওয়াজ আমার কানে বাজছে।