আমার মনের কোনে মন ভিড়িয়ে দেখো
তোমার টুকরো স্মৃতি নিয়ে আমি বেচে আছি
তোমার চোখের সমুদ্রে
গত শতকের শেষে যে জলোচ্ছ্বাস হয়েছিল
সেদিন থেকে ভাসছি।

.......নাকি মনের ভেতর
ভাইরাস ব্যাকটেরিয়া জন্মায়
অযত্নে অবহেলায় শেষে প্যারলাইসিস হয়
আমারো তাই হয়েছে।

ইদানিং আমার অপলক তাকিয়ে থাকতে ইচ্ছে করে
নীল আকাশ টা হঠাৎ কালো মেঘে ঢেকে গেলে
তোমার চুলের দোলায় বৃষ্টি নামে
আমি ভিজতে চাইলে উধাও হয়ে যায়।

তোমার ছায়াকে সঙী করে দিন পার করি
তোমার শূন্যতা ভুলে থাকতে।

আমি ইচ্ছে করেই তোমাকে সবখানে রাখি
যখন ইচ্ছা হয় দেখার চেষ্টা করি
কোথাও তুমি নেই জেনেও।