আমার বুকের ভিতর তোমার নামে যে শহরটা আছে
ভুল করে হলেও একদিন বেড়াতে এসো
অলি গলি  জুড়ে
পোস্টার লাগিয়ে রাখবো
তোমার নামের তোরণ শোভা পাবে প্রতিটি মোড়ে।

তুমি আসলে ফুটপাত দখল মুক্ত হবে
টঙ দোকানগুলো বিক্রি করে ফুলের দোকান বসাবো
আইল্যান্ডে ফুটবে কৃষ্ণচুড়া
তোমার অনিচ্ছা সত্ত্বেও একদিন এসো।

একবার এসে দেখো
এ শহরের ট্রফিক গোলাপ নিয়ে দাঁড়িয়ে থাকে
সিগনাল বাতিতে একটা আলোই জ্বলে সবসময়
এ শহর ঘুমায় না কখনো,রাত হয়না এখানে
তুমি আসবে বলে।

তোমার অপেক্ষায় থাকতে থাকতে
শুকিয়ে গেছে একমাত্র জলাশয়  
ধংস হচ্ছে জীববৈচিত্র্য
তুমি না আসলে বন্ধ হয়ে যাবে
গ্যাস বিদ্যুৎ পানিয় সরবরাহ


আমার কাছে কোন খাম নেই, তাই বলে কি এই চিঠি পৌঁছবেনা
এ শহরের সবচেয়ে উঁচু ট্রেড সেন্টার
যেখানে তোমার ভাস্কর্য বানানো হচ্ছে
সেখান থেকে বাতাসের কাছে পোস্ট করবো তোমার ঠিকানায়
তারপর শপিংমলে তোমার নামে উৎসব হবে
এ চিঠি তোমাকে পড়তে হবে।