আমাদের দেখা হোক আরো অনেক কিছু জানা হোক
গল্প,কবিতায়,লেখায়।
চিন্তা গুলো লুকোনো থাক অনিশ্চয়তার খামে
চিঠি গুলো জমানো থাক মেঘেদের আড়ালে
আমাদের অনুভূতি গুলো একের পর এক মিলেমিশে থাকুক
কথার পিঠে কথা থাক
অষ্টেপৃষ্ঠে জড়িয়ে যেমন লাউয়ের ডগা থাকে
কথা হউক অশরীরে বাতাসের কানে
সমুদ্রের নীল জলরাশিতে মিলিয়ে যাক আমাদের সব কথা।
আমরা অনন্তকাল একসাথে থাকবো;না থাকায়, অদেখায়,না পাওয়ায়।
আমরা কখনো এক হবোনা
যেমন নদী বয়ে যায় পাশাপাশি জলধারা
সমান্তরাল পথ মাঝখানে আইল্যান্ড
ধানক্ষেতের আইল।
আমাদের কোনো বিচ্ছেদের ভয় নেই
হারিয়ে যাওয়া নেই
সবকিছু আমদের।