এখন একটাই কষ্ট আমার
তোমার অভিমানের তরী এখনো তীর খুজে পেলোনা
এলোমেলো চিন্তা গুলো আমকে ছুয়ে গেল ঠিকই
তোমার ইচ্ছে মতো কাব্য হলোনা।
তুমি আমার গল্পেগাথা ঢেউ
তোমাকে পড়তে পারি চোখের মায়ায় হারতে জানি
আমি তোমার ইচ্ছে মতো কেউ
আকাশ নয়তো বিলুপ্ত প্রায় বৃক্ষমালা।
বুঝতে চেষ্টা করোনি তো কোনদিন
কতটা অগ্নুৎপাত হতে পারে এ বুকের গহীনে
আমি তোমার চোখের শুকনো নীল জলরাশি
ভাসতে ভাসতে কোন এক কিনারায় আটকে আছি
তবুও মনের তল খুঁজে পাইনি।
অথচ কতো সুন্দর হতে পারতো এ পথচলা
শিশিরের আবদার আলোতে মিলিয়ে যাওয়ার
আগেই তুমি আমার নেই ।