আমি লিখতে চাইনি
আমাকে দিয়ে জোর করে লিখিয়ে নিচ্ছো তুমি
তোমার বাঁকা চাহনি,অভিমান, অবহেলা,উপেক্ষা,
ইচ্ছে মাখানো অনুমোদন আমাকে দিয়ে সবকিছু করিয়ে নেয়
যা কিনা তুমি  চিন্তাও করতে পারো না।

আমি তোমাকে লিখতে চাইনি
আমার কবিতার খাতায় অক্ষরের মধ্যে কখন যে মিশেছো
এখন আমি চাইলেও বাদ দিতে পারবো না
তোমাকে আলাদা করে দেওয়া; মুছে ফেলা সম্ভব না
এসব তুমি বুঝবেনা।


আমি তোমাকে নিয়ে লিখতে চাইনি
আমার প্রতিটি সেকেন্ড মিনিট মুহূর্ত সময় জুড়ে তোমার দখলদারি
আমি চাইলেও বাধা দিতে পারবো না; মুক্ত করতে পারবো না আমাকে
আজকাল তুমি আর তোমার অবাধ বিচরন আমাকে ভালো রাখে
এগুলো তোমার কল্পনাতীত।


আমি লেখক হতে চাইনি
আমাকে বাধ্য করেছো যেনো কোন একটা কিছু তোমাকে নিয়ে থাকি
লিখি চিন্তা করি গুছিয়ে রাখি যত্ন করি
এজন্যই আমার কবিতায় তোমার চলাচল।