আমি পাহাড়কে প্রশ্ন করলাম
এত কষ্ট করে গাছগুলোকে
বুকের মধ্যে আগলে রেখেছো কেন
সে বলে কিনা ভালোবাসি তাই।
আমি নদীকে প্রশ্ন করলাম
এই খরস্রোত কিভাবে সামলাও
সে উত্তর দিলো স্বাচ্ছন্দ্যে বয়ে চলা
ফেনীল জলরাশী আমার প্রেমিকা।
আমি আকাশকে প্রশ্ন করলাম
তোমার এই বিশালতার রহস্য কি
সে বলে এই যে নীল দেখছো এটা
আমার প্রেয়সীর শাড়ির আঁচল
আর কালো মেঘ এগুলো ওর চুল।
আমি সমুদ্রকে প্রশ্ন করলাম
তোমার উত্তাল ঢেউয়ের উৎস কোথায়
সে আমাকে উল্টো জিজ্ঞেস করে
তুমি কখনো প্রেমিক দেখেছো
এটা প্রেমিকার জন্য উন্মাদনা।
বাবুইপাখিটা একা বসে আছে বলে
আমি জানতে চাইলাম মন খারাপ কেনো
আমাকে কিছু না বলেই অন্য ডালে গিয়ে বসলো।