আমি এক আগন্তুক, এই শহর আমার না
এ সমাজ সভ্যতায় আমি বেমানান
এই সূর্যালোক জ্যোৎস্নার আলো সোডিয়ামের ঝলকানি
আমাকে প্রত্যাখ্যান করেছে।

বিকট চিৎকারে ভেঙে পরছে আমার ঘরের দেয়াল
ঘন হয়ে আসছে বাতাসের চলাচল
ভারী কান্নার আওয়াজ মিশেছে এখানে
আমি ঘুম থেকে উঠে দেখি জানালা খোলা
যতোদুর চোখ যায় ধোঁয়ায় ঢেকেছে কংক্রিটের জংগল।

এ শহর আমার না,এখানে সারিসারি গাছ নেই
গোলাপ নেই শিউলি চামেলি হাসনাহেনা হাসেনা
নষ্টভ্রস্ট আধুনিকা পানশলার বিনোদন
পাখিদের ঠোঁটে চুমু খাওয়ার ব্যাকুলতা নেই
আমি উদবাস্তু এক শালিকের ডানায় ভেসে বেরাই।

পিচঢালা রাস্তায় বিবস্ত্র উন্মাদের সোরগোল
একঝাঁক তরুণীর গোপনে লালিত উল্লাস
কল্পনায় জেগে উঠে সুপ্ত শিহরন
আকাশকে স্বাক্ষী করে আমার স্বেচ্ছা নির্বাসন।