সন্তান কোলে কাল সারারাত এক মা
কেঁদে গেছে আর ভেসে গেছে শুধু
ঝোড়ো বৃষ্টির ছাঁটে
কেমন করে সে শিশুকে বাঁচাবে নাগরিক তল্লাটে?
এখানে কে দেবে মাথার উপর একটুকু চালা?
সুযোগ পেলেই হা-ঘরে কামুক
করে দেবে ফালাফালা!
.
পথের কুকুর তবু আগলায় ছেলে
গা জড়িয়ে ওম দেয়,
থাকে সন্তান পাহারায়।
তারও অধম নাগরিক জীব
একটু সুযোগে চোখে চাটে, নখে খাবলায়।
এ মাহ ভাদরে এ ভরা বাদরে বৃষ্টির ফোঁটা
নরম আঙ্গুলে স্বান্তনা এঁকে যায়
স্নেহের পরশে জলের ধারায় আহা! অসহায়
মা ও সন্তান ভিজে যায়, ভেসে যায়।