কবির দেহে কাদা থাকে
কবির মনটা সাদা থাকে
কবি চায় তো বলতে শুধু
জানে না তা, বলবে কাকে।
.
কবির সামনে অশোক পলাশ
আগুন লেখে দূর আকাশে
গন্ধ ছড়ায় চম্পা বকুল
ভোরের আগে ধীর বাতাসে
.
কবির হৃদয় জখম জেনো
ভালবাসার কৌতুহলে
কুহক হেঁকে যায় চলে যায়
পান করেছে হলাহলে
.
সেসব কথা গোপনই ভাল
মুখ ফুটে সে বলবে কাকে?
মগজ তাকে ছুটিয়ে বেড়ায়
কবি ঘোরেন ঘূর্নিপাকে।
.
ঘূর্ণি ঘোরে, চূর্নিজলে
আছড়ে পড়ে নদীর বাঁকে
ভিতরে এক সমাধী তার
শান্ত থাকেন দুর্বিপাকে।
##