শঙ্খ
---
শঙ্খ ঘিরে উঠে আসে উদগ্র বাসনায়
পাক দিয়ে ওঠে হিসহিসে শরীরি ছলাকলা
বিবর থেকে বিবরে বেজে ওঠে রিন রিন
বর্ষায় পথঘাট ডুবে থাকে কলঙ্ক মেখে।
জন্মভূমির কাছে আপাদমস্তক ঋণ রেখে
যে কিশোরী গিয়েছিল ওষুধ দোকানে
পিছনের চোরা ঘর তাকে ঠিক চিনেছে
বকেয়া না দিয়েও শোধ হয়েছে দাম
তখনও ডোবেনি পুরো দিনের আলো
সন্ধ্যারতির মুখে বাজে শঙ্খ, জাগে রতি
শঙ্খ বাজে, শঙ্খ লাগে, শাখা-স্বপ্ন শেষ
শিখর ছুঁয়ে জেগে থাকে উদগ্র কামনা
---
© চন্দ্রশেখর ভট্টাচার্য