আমার এই ছোট্ট সাম্পান রাতের আধারে
ভাটির টানে ছোটে কোন সে গানের সুরে
আমি বাইতে পারি না
আমি গাইতে পারি না
সাম্পান ছোটে জলের টানে রাতের আঁধারে
থাকতো যদি দিনের আলো, দর্শন তো পেতাম
মায়ায় ভরা সবুজ-মাখা ভাইবোনেদের গ্রাম
ভাইয়ের দেখা পাই না
বোনের হাসি শুনি না
ব্যাথার সাম্পান পেরিয়ে ভাটি ভাসে জোয়ারে
পারতাম যদি বাইতে আমি গলুইতে বসি
সাম্পান নিয়ে যেতাম আমি মক্কা বা কাশী
আমার আল্লাতালা নাই
আমার ভগবানও নাই
মানুষের বুকের মাঝেই পাই তাহাদেরে...