সমাচার
চন্দ্রশেখর ভট্টাচার্য

দু পায়ের থেকে বুনো গন্ধ  যায়নি এখনও
ধুলো পথে পেয়ে যেতে পার পোড়া রুটি
পড়ন্ত বেলায় রোদও লুকোচুরি খেলে যায়
কপালে ঘাম, কি হবে সন্ধানে, কার কত ত্রুটি!

গেছে তো চাকরিটুকু, জীবানুযুদ্ধে বলি
এমন কী বা? বললেন, তিনি 'যা গেছে তা যাক'।
সবই তো দিচ্ছেন তিনি রোজ দু হাতে বিলিয়ে
আটানব্বই ভাগ মুমূর্ষ, বাকিরা মোক্ষ পায়,পাক।

নিরন্ন সময় যদি, কেউ তো নেয়নি পথের রুটি?
দিনরাত এত যে ক্ষিধের আর্তনাদ, সবই তো মিছে।
দেশ উড়ন্ত গতির ডানাহীন বায়স। সমাচার লেখে-
তুমি যারে পিছে ফেল, সে তোমারে পিছনে টানিছে।