কাঁকন হাতের নরম ছোঁয়ায় রিনিঝিনি ধ্বনী
মন যে উদাস, অলস দুপুর, মৌন হাতছানি
বাতাস বইছে চঞ্চলতায়
পথিক খোঁজে সেই আশ্রয়
পৌঁছে যেথায় শেষ হবে তার সকল বিকিকিনি।
অচিন পাখীর ডানায় পিছলে রোদ্দুর গড়ায়
হিয়ার ভিতর কোন সে আকাশ বাঁশরী বাজায়
সুর ভেসে যায় গগনতলে,
চোখে হাজার মাণিক জ্বলে
কাঁপন জাগে শরীর ঘিরে প্রেমের বরষায়।