*(এই উপমহাদেশকে উগ্র ধর্মান্ধতার বিষ থেকে বাঁচানো জরুরি)*
আঁধারে গড়িয়ে চলেছে একলা
গলিত শব এ রাত্রি
পথে যেতে কোনও যাত্রী
যদি হয়ে যান ছিন্নভিন্ন
নির্মম কোনও আঘাতে
বুকে নিও তারে আত্মীয়জ্ঞানে
ভোরে বা সোনালী প্রভাতে
সারিয়ে তুলবে পায়ের তলার
পাথর ও কাঁটার চিহ্ন
হোক না তাঁর পথ তমার থেকেও ভিন্ন!
তবু তো মানুষ, নামাজ প্রণাম
অভ্যাস তাঁর যাই হোক
বাঁচিও, যেনো ছুঁতেও না পারে শোক।
মিলনের পথে খড়্গ বা ছুরি
যদি নেমে আসে আচমকা
রুখে দিও তাকে। কেটে যাবে ঝড়
হোক না সে ঝড় দমকা।
আল্লা-রামের ভেদ দেখি না তো
রামাল্লাতে খুঁজেছি প্রাণ
মানুষের চেয়ে বড় কেউ নয়,
নয় কেউ আরও মহিয়ান।