কোথায় পালাবে তুমি সিপাহশালার?
এখানে রঙ মেখে শুয়েছে বিষাদ
ছড়িয়ে বিষন্নতার টুকরোটাকরা
কারাগার ছেড়ে পাখামেলা কবুতর
নখরেতে শান দেয় বকম-বকম
কুক্কুটের নখে চমকায় ধারালো ছুরি
যুদ্ধ জেতা শুধু সময়ের দূরত্বে ঝুলে...
এমন জেতা যুদ্ধ হেরে গেলে তুমি,
সিপাহশালার? যেতা যুদ্ধ হেরে যাওয়া,
কেউ না জানুক, তুমি জানো, কী বিষম ভার!
ঘূর্ণমান দিনকাল, ঝুলকালিমাখা রান্নাঘর
বিবর্ণ দেওয়াল তার ধোয়ায় গুমোট
এক কোনে জমা জল, মশার আঁতুড়
মধ্যরাতে উঠোনে বেড়াল কেঁদে ফেরে
খিদেয় গোঙায় যেন আবোলা সন্তান
তুমি ছুটে যাও সীমান্তের বেড়ায়
খুঁজে দেখ, একটা লাউ বাঁ কুমড়ো যদি
রোদ-বৃষ্টি-শীতের ভ্রূকুটি কুটিল
কোথায় পালাবে বল, সিপাহশালার,
অনন্ত কৃষ্ণগহ্বর ঘোরে চারিধার!