ধানখেত থেকে উঠে আসছে গান
নয়ানজুলির বুকেও ভাসছে গান
গার্ডওয়ালে ঝুলে আছে দেখ গান
ফাটা টায়ারেও লেপ্টে রয়েছে গান

বাতাসে দোলায় ভেসে যাচ্ছে গান
মেটাল রোডে ছুটে যাচ্ছে গান
স্বপ্ন আহত, আকাশে উঠেছে গান
হাসপাতালের বেডেও নিথর গান

গান গায় দেখি লালন, দুদ্দু মিয়া
গলা সাধছেন হাছান, করিম শাহ
বাউল খ্যাপা গাইছে রাধারমন
ভাওয়াইয়া ধামাইল গঙ্গায় পদ্মায়

এখনও গাইছ জানি অন্য কোথায়
গান ছাড়া তুমি কখনও কি ভাবা যায়
আমার কপালে বেশিদিন তুমি নেই
চলে গেলে ফেলে অপার নিঃস্বতায় ।