বৃষ্টি মাপছে চোখের জল
মন রে, অন্য কথা বল


সময় সময় করিস কেন
ওরে আমার হৃদয়হরণ
সময় থাকুক অপেক্ষাতে
মুক্ত ধারায় জীবনযাপন


ভাল থেকো অভিমানী,
বৃথা মান করো না
শেষ হবে পথ চাওয়া
পরাহত মিছে ছলনা


সন্ধ্যা নেমেছে, তারাদের দলে ঝিকমিক
নিশ্চিত জানি, পথ ডেকে নেবে ঠিক
জীবন যেখানে মধুমাখা অনিমিখ


রোদ্দুরের প্রতীক্ষায় আবছায়ার কানামাছি
দিনরাত উন্মুক্ত প্রান্তর হয়েই আছি


জীবনের মানে একসাথে হেঁটে চলা
নিজের মনের গোপন কথাটি বলা
বিশ্বাসে ভরা হৃদয়ের দীপ জ্বালা


একটি শিখায় আগুন রেখেছে চোখ
একটি হৃদয় তারই প্রেরণায় জ্বলে
একটি রাস্তা মিশেছে মনেও দেহে
ভেঙে গেছে বাঁধা জীবনের কোলাহলে


কার জন্য প্রশ্ন সাজাই
কাকেই বা বলি উত্তর
আগুন জলের মন্ত্র শুধু
বাকিটা সবই ‘ধুত্তোর’


এসো এবার উপোসী মন নিয়ে
ভেঙে এসো অন্তর্দাহ বাধা
জল এখানে রয়েছে তৃষ্ণার
মুক্তি এখানে সেজেছে কৃষ্ণরাধা


কোন্নগর
২৩ আগস্ট, ২০১৬