বাহারী লেডি বাহরিনে
চেনা মেয়ে থাকে চিনে
গুয়াতেমালায় থাকে মালা
সুরিনামে সুরবালা
লন্ডনে থাকে ডন
বনলতা থাকে বন
ভেনেজুয়েলায় জুয়েল
মেল-এ হয় তালমেল।
বাহরিনে মধুযামে
ডন যায় সুরিনামে
জুয়েল গুয়াতেমালা
আবেগে তৃপ্ত মালা
এর পর চিনে যাওয়া
হোয়াটস অ্যাপে ডাক পাওয়া
চেনা মেয়ে চেনা স্বাদ
ঘটেনা তো পরমাদ
চিলি যায় বনলতা
রিসর্টের রাতকথা
এফবি-র নিউ ক্রাশ
দেশ ছিল হন্ডুরাস
ডন ছিল কাল রাতে
আজ আর্তুরোর সাথে
ফ্লাই ফের কাল ভোরে
জুয়েল আছে ওয়েট করে...
চেনা তো এতদিনের
একসাথে কলেজের
দিনগুলি টেনে রাখে
সংসার দূরে থাকে
সবাই সবাকে চায়
কেউ তবু কারো নয়
নেই কোনও অবহেলা
শরীর শরীর খেলা
জীবনের ঘুন পোকা
কুড়ে খায় লেখাজোখা
প্রাণ আছে, নেই মন
অতৃপ্ত ভুখা জীবন।