হাত বাড়ালাম -
- খুট!
খুলে গেল ছিটকিনি, জানালাগুলি হাট।
ঝুপ করে ঝাঁপ দিল নজর
ঘরের বাইরে। তারপর শূণ্য বেয়ে পাড়ি।
বাইরে তখন এক পায়ে খাড়া
তাল নারকেল সুপারি খেজুর
হিজল বনপলাশ হেঁতাল কদম
সবাই হাত উঁচিয়ে
যার কাছে যা আছে
তাই নিয়েই প্রস্তুত!
গুন=গুন বোঁ-বোঁ শব্দ তুলে
মৌমাছি-ভ্রমরেরা বলে গেল
আমরাও আছি
গুমোট ভাব। বেশ বুঝছি
আজ একটা হেস্তনেস্ত করেই ছাড়বে
এসপার ওসপারের অপেক্ষায়।
কিন্তু কোন পথে পা বাড়াব?
এক ঝলক হাওয়া বলে গেল –
এসো, পথ দেখাচ্ছি।
- খুট!
খুলে গেল দরজা
পা বাড়ালাম ঘরের বাইরে।