ফুলঝুড়ি ঝুড়ি নয়, আসলে কাঠির বাজী
যে ঝুড়িতে ফুল তোল, সে শুধু ফুলের সাজি
গোলপাতা দেখেছ কি? যা দিয়ে ঘর ছায়?
একেবারে গোল নয়, মেপে নিও লম্বায়
যত তুমি চোখা কর তুলে আনা খড়-কে
কিছুতেই কাঠি ছাড়া হবে না সে খড়কে
'লিশ' মানে কি হয়, লেখেনি তা অভিধান
'না' মাথায় অপরাধ, 'বা' মাথায় উপাধান