১
চাঁদের পাশে তারাদের ভিড় করতে দেখে
গোলাপের বনে জোনাকিরা সমাবেশ ডাকে
২
সমুদ্রের ডেউয়েরা প্রগলভ নারীদের মত
বালিয়াড়ির বুকে চুমু দিয়েই ছুটে পালায়
৩
জীবনের ছুটে চলার মধ্যে এক ছন্দ আছে
অনেকটা যুদ্ধক্ষেত্রে অবিরল গুলিবর্ষণের মত
জীবনে ছুটে চলতে চলতে কখনও থেমো না
সেখানেই সৈনিকের মৃতদেহ শায়িত থাকে
৪
দিনের আলোয় ডোবাটা যত সহজ, রাতে তত নয়
সূর্য জানে, তাই সন্ধ্যার আগেই টুপ করে ডুব দেয়