~!~
ধাক্কা লাগে জোর ধাক্কা ভূমির পরে
ধাক্কা লাগে মনের ভীতর নরম ঘরে
পড়ছে ভেঙে হুড়মুড়িয়ে নতুন সেতু
সান্ধ্যবাসর তর্কে খোঁজে কী তার হেতু
সবাই জানে, জেনেই ছিল ভাঙার আগে
একজনও তাই ফুঁসছে না আর চণ্ডরাগে
অথচ তাঁর নিচেই মরে কতই প্রাণ
গর্বে দাবি, দিচ্ছি টাকা মহাশ্মশান
শুধুই সেতু ভাঙল নাকি কাঠামোটাই?
হঠাৎ বুঝি, গুঁড়িয়ে গেছে বিশ্বাসটাই।
কোন মন্দিরে গভীর রাতে বাজির গান
ঝলসে গেল শতাধিকের ক্ষুদ্র প্রাণ
ডুবছে তরী, বিস্ফোরণ বা ভুল গণিতে
মরছে ব্লগার, কিশোরী কন্যা আর দলিতে
শুখা মরুর আগুন ঢেলে বসন্ত বায়
যাবার আগে পৃথিবীটাও দুলিয়ে যায়
দুলছে নদী, টলছে গদী, মহাখেতাব
অসম প্রেমিক জুটিও বলে, দাও জবাব
ভরসা ছিল বাউল মনে আর মানুষে?
ঘুসের বানে মা-মাটি সব ডোবে ও ভাসে
অবিশ্বাস ও অন্ধকার সরাতে বলে
একটা বছর মধ্য রাতেই বিদায় নিলে
------------------
পয়লা বৈশাখ, ১৪২৩