লিঙ্গপুজোর পর নারীদিবস পার
শিব এখন গাছের নিচে পাথর
আজ কেউ দুধ দিচ্ছে না।
পরশু খুব খেয়েছে আঁজলা করে
মন্দিরের পিছনে নালায় গড়ানো দুধ
শিশু ভোলানাথের আজ পেট ফাঁকা
যতক্ষণ না মা ফেরে সেই রাতে
কাল মাসীরা লজেন্স দিচ্ছিল। নারীদিবস
আজ কোনো পুজো নেই? কোনও দিবস?
মা আসলে জেনে নেবে ঠিক