ওপারের উদাসী বাতাস এপারেও ছুঁয়ে যায়
ওপারের রোদ চড়া হলে এপারে চামড়া পোড়ে
পোড়ে ব্যাথাতুর হৃদয়, মন, কখনও শরীর
শরীরের আর কি দোষ বল? চাঁদের জ্যোছনায়
জলজ রূপালী স্নেহ দিলেই কি জোনাকিরা
ঘরে ফেরে? বাহান্নোর শহিদেরা প্রাণ ফিরে পায়?
গোধুলী অনন্তবেলায় যে মেয়েটা কেঁদে কেঁদে
ফিরে গেছে ভাগিরথী তীর থেকে, প্রিয় তার
গোর নিয়েছে একুশেই ভাষার শহরে
মূর্খেরা কাঁটাতার ঝুলিয়ে ভাবে, এইবার টুকরো করবে
ভাষার শরীর! অজর অমর শরীর থেকে বাংলা অক্ষর
রুখে দাঁড়ালে আকাশে গাংচিল ওড়ে, দোয়েল শিস দেয়
তুমি তখন ওপারের গোরে উচ্চারণ করো ‘ওঁ শান্তি’
আমি এপারে শ্মশানে গায়েবী জানাজা পড়ি
দু’পারেই সাদা ফুল হয়ে ছড়িয়ে থাকে অ-আ-ক-খ