একটা শব্দ - কেঁপে ওঠে রাজপাট
একটা বর্ণ - রঙীন বনপলাশ
একটা গন্ধ - তোলপাড় মহাসাগর
একটা স্পর্শ - গলে জল মহাদেশ
একটা মানুষ - বহু মানুষের স্বর
এক আহ্বান - হৃদয় গলে জল
একটা সঙ্ঘ - বহু করতলে তালি
একটা মূর্তি - না জানি কতই বলে
একটা শত্রু - সব মহাদেশ বিশ্বের
একটা নিয়মে - সব-ই বাঁধতে চায়
একটা স্বপ্ন - বহু স্বপ্নের ডানা
একটাই সেতু - দুই মেরুকেও বাঁধে
একটা শহিদ - বহু শহিদের নাম
একটাই ভাষা - মায়ের মুখের বুলি
একটা শপথ - বাঁচুক মায়ের ভাষা
একটাই দিন - একুশের নামে পাওয়া
কি ভাষা তোমার? স্প্যানিশ? হিব্রু? রুশ?
একটাই নাম সারা দুনিয়ায় - একুশ।